একেবারেই নিশ্চুপ রয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী বালাম। দুই বছরেরও বেশি সময় ধরে নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ করলেও সেটি প্রকাশ থেকে বিরত রয়েছেন তিনি। বর্তমানে মিডিয়া থেকেও একদম দূরে সরে রয়েছেন। এমনকি ফোনে যোগাযোগ করেও তেমন একটা পাওয়া যাচ্ছে না তাকে। সব মিলিয়ে এখন একেবারেই বিচ্ছিন্ন জীবনযাপন করছেন বালাম। এদিকে একাধিকবার কথা দিয়েও অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে কথা রাখতে পারছেন না তিনি। গত বছরের রোজার ঈদ পেরিয়ে চলতি বছরের কোরবানি ঈদ পর্যন্ত চারটি ঈদ ও বিভিন্ন উৎসবেই এ অ্যালবামটি প্রকাশের ঘোষণা বারবারই দিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত প্রকাশ করতে পারেননি।
জানা গেছে, চলতি বছরের মধ্যে তার এ অ্যালবামটি প্রকাশের কোন সম্ভাবনা এখন পর্যন্ত নেই। এদিকে দীর্ঘ সময় ধরেই এ অ্যালবামটির কাজ শেষ করে রেখেছেন তিনি, যার বেশিরভাগ গানের কথা লিখেছেন জাহিদ পিন্টু। আর সবক’টি গানের সুর-সংগীতায়োজন করেছেন বালাম। একদিকে ভাল স্পন্সর জটিলতা এবং অন্যদিকে বিভিন্ন কারণে নিজের খানিক অনাগ্রহের কারণে আসলে অ্যালবামটি এখন পর্যন্ত প্রকাশ করতে পারেননি তিনি। তাই সব মিলিয়ে বর্তমানে নিশ্চুপ ও নীরবতাকেই বেছে নিয়েছেন বালাম। সামপ্রতিক সময়ে তার টিভি উপস্থিতিও একেবারেই কম। দেশের ভেতর তেমন একটা লাইভ শো করতেও দেখা যাচ্ছে না তাকে।
তবে নিজের এই নিশ্চুপ ও নীরব থাকা প্রসঙ্গে বেশ ভাল যুক্তি দাঁড় করালেন বালাম। এ বিষয়ে তিনি বলেন, আসলে এখন পর্যন্ত অ্যালবামের কোন খবর নেই। এমন কোন নতুন কাজও নেই যা আমি মিডিয়ার সামনে প্রকাশ করবো। সে কারণেই নীরব থাকছি। পুরনো কাজ নিয়ে আসলে চ্যনেলগুলোতে মুখ দেখাতে চাই না। অ্যালবামটি প্রকাশে বিলম্ব হচ্ছে ঠিক। কিন্তু খুব শিগগিরই তা কেটে যাবে। হয়তো আগামী বছরের প্রথমদিকে অ্যালবামটি প্রকাশ করবো।
মানবজমিন
Leave a Reply