ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং বহুমূখী উচ্চ বিদ্যালয়ে গতকাল রোববার স্কুলের ছাত্রছাত্রী ও অভিবাবকদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় টঙ্গীবাড়ী থানা এসএই মোজাম্মেল ছাত্র-ছাত্রীদের আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উক্ত মত বিনিময় সভায় ইভটিজিং, জঙ্গিবাদ, মাদকের কুফল, ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সাধারণ নাগরিকের করনিয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। পরে ছাত্র-ছাত্রীদেরকে টঙ্গীবাড়ী থানা পুলিশের মোবাইল ও ফোন নাম্বার দেওয়া হয়।
আইন শৃঙ্খলা জনিত সকল ধরনের তথ্য দিয়ে পুলিশকে সাহয্য করার জন্য উপস্থিত অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের অনুরোধ জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ী থানা এএসআই আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার ও আনিসুর রহমান প্রমুখ।
Leave a Reply