মুন্সীগঞ্জের পুরাতন কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে সোমবার সকালে ইউছুব আলী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউছুব লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নুরু মিস্ত্রির ছেলে। তিনি স্থানীয় অন্বেষা এন্টারপ্রাইজ নামে একটি ড্রেজারে বাবুর্চি হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে ইউছুব নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার ২ দিন পর সোমবার সকাল পৌনে ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply