নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মুন্সীগঞ্জ। স্থানীয় আবাসিক গ্যাস সংগ্রাম কমিটির ব্যানারে শহরের মানববন্ধন, বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। শহরের পুরাতন কাচারি এলাকা থেকে ছবিঘর রোড পর্যন্ত দীর্ঘ এলাকাজুড়ে গতকাল সকাল ১০টায় এ মানববন্ধন শুরু হয়। এতে শহরের গৃহিণী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে। এ সময় শহরবাসী খণ্ড খণ্ড মিছিল করে।
পুরাতন কাচারি চত্বর এলাকায় মুন্সীগঞ্জ আবাসিক গ্যাস সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শাহীন মো. আমানউল্লাহ, সাংবাদিক এডভোকেট সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ সদর আইএফসি নদী ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মো. মকবুল হোসেন দেওয়ান প্রমুখ।
পরে এ কমিটি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কবেন। পরে তারা মুন্সীগঞ্জ তিতাস গ্যাস অফিস ঘেরাও, প্রয়োজনে ১-২ ঘণ্টার সময়ে হরতাল কর্মসূচি দেয়া হবে বলে তারা ঘোষণা দেন। গ্যাস সংগ্রাম কমিটি জানায়, তীব্র গ্যাস সঙ্কটে মুন্সীগঞ্জের আবাসিক গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছে। গৃহিণীদের রান্নাবান্না এখন বন্ধের পথে। রাত ১০টার পর মাঝে মধ্যে গ্যাস পাওয়া গেলেও ভোর ৫টার আগেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে গৃহিণীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
মানবজমিন
Leave a Reply