সিরাজদিখানে অগ্নিকান্ডে বসতঘর পুরে ছাই ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

সিরাজদিখানের উত্তর রসূনীয়া গ্রামের বিল্ল‌াল বেপারির বাড়ীতে সোমবার গভীর রাতে অগ্নিকান্ডে একটি বসতঘর পুরে ছাই হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিল্ল‌াল বেপারি জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টা স্ত্রী ও দুই সন্তান নিয়ে গভীর ঘুমে। ঘরে চারিদিকে আগুনের লেলিহান শিখা ও প্রচন্ড তাপে জেগে উঠে সন্তানদের কম্বলে পেঁচিয়ে স্ত্রী সহ বাহির হওয়ার চেষ্টা করি। সামনের দরজা বাহির থেকে আটকানো থাকায়।

পেছনের দরজা ভেঙ্গে বের হই। আমাদের চিৎকারে আস পাসের লোকজন এসে, ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সামনের দরজায় গজাল দিয়ে আটকানো ছিল। যারা আটকিয়েছে তারাই আমাদের মারার জন্য আগুন লাগিয়েছে। নগদ ২১ হাজার টাকা ও র্স্বনালংকার সহ আমার ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ভাইয়ের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে, কয়েকদিন আগে হুমকী দিয়েছিল। এ ব্যাপারে সকালে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয় নাই। ডিউটি অফিসার এ এস আই রকিব জানান, অভিযোগ লিকছে নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলা পোষ্ট২৪

Leave a Reply