নববধূ হত্যার ঘটনায় শাশুড়িকে জেলা কারাগারে প্রেরণ

বিয়ের ৪ দিনের মাথায় নববধূ খুন
মুন্সীগঞ্জে পছন্দ করে খালাতো ভাইকে বিয়ে করার ৪ দিনের মাথায় নববধূ হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত শাশুড়ি কোহিনূর বেগম (৪০)-কে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ থানার পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়। এর আগেই বিচারক আদালতের এজলাস থেকে নেমে পড়ায় গতকাল রিমান্ড শুনানি হয়নি।

তাকে জেলা কারাগারে পাঠানো হচ্ছে। আজ বুধবার রিমান্ডের শুনানি হতে পারে। এ তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. কুদ্দুসুর রহমান সিকদার। নববধূ আন্না আক্তার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্বামী সৌদি আরব প্রবাসী মুক্তার হোসেন, শাশুড়ি কোহিনূর, শ্বশুর খোকন মিয়াসহ ৬ জনকে আসামি করে সোমবার রাতে নিহতের বাবা আমজাদ আলী শেখ বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা করেছেন। ঘাতক স্বামীসহ এ মামলার বাকি ৫ আসামিকে গতকাল পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।


পুলিশ জানায়, নববধূ আন্না আক্তারের (১৮) হাতের মেহেদীর রং না মুছতেই তাকে বিয়ের ৪ দিনের মাথায় খুন করা হয়। নিখোঁজের ২ দিন পর সোমবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার নৈপুকুরপাড়ের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নববধূ আন্না আক্তার একই ইউনিয়নের পার্শ্ববর্তী ঘাসি পুকুরপাড় গ্রামের আমজাদ আলী শেখের মেয়ে। গত ১৫ই নভেম্বর সদর উপজেলার মিরকাদিম পৌর সভার রামগোপালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে সৌদি প্রবাসী মুক্তার হোসেন খালাতো বোন আন্নাকে নিজে পছন্দ করে বিয়ে করেন। এ নিয়ে বিয়ের আগেই থেকেই দু’পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয়। নিজেরা পছন্দ করে বিয়ে করায় দু’পরিবারই বিষয়টি মেনে নিতে অসম্মতি জানায়।

এক পর্যায়ে মেয়ের দরিদ্র বাবা ও তার পরিবার মেয়ের মুখের দিকে তাকিয়ে এ বিয়ে মেনে নেয়। বিয়ের ২ দিন পর গত ১৭ই নভেম্বর বিকাল ৪টার দিকে স্বামী মুক্তার হোসেনের ফোন পেয়ে নববধূ আন্না বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে সোমবার সকাল ১০টার দিকে নৈপুকুরপাড়ের একটি ডোবা থেকে নববধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার পুলিশ নববধূর শাশুড়ি কোহিনূর বেগম (৪০)কে গ্রেপ্তার করে।


সদর থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, পূর্ব- মনোমালিন্যের জের ধরে আন্নার স্বামী ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। আন্নাকে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্র্তী গ্রামের একটি ডোবার কচুরিপানার ভেতর ফেলে রেখে চলে যায়। মুক্তার হোসেন বিয়ে করার জন্য গত ২ মাস আগে সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন। এদিকে গত সোমবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার কাঠপট্টির পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া নিহত যুবকের (২৮) পরিচয় মিলেছে। তার নাম ইউসুফ আলী (২৮)। নিহত ইউসুফ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব-মাছিমপুর গ্রামের নূরু মিস্ত্রির ছেলে। ইউসুফ অন্বেষা এক্সপ্রেস নামে একটি আনলোডিং ড্রেজারে বাবুর্চির কাজ করতেন। গত ১৭ই নভেম্বর বেলা ১১টার দিকে সে নিখোঁজ হয়। ২দিন নিখোঁজ থাকার পর গত সোমবার তার লাশ ভেসে উঠলে নদী থেকে পুলিশ উদ্ধার করে।

মানবজমিন

Leave a Reply