মাওয়া-কাওড়াকান্দি ঘাটে টোল কমছে

মাওয়া-কাওড়াকান্দি নৌ-পথে যাত্রী পারাপারের সময় ঘাটে পহেলা জুলাই থেকে পাঁচ টাকার বদলে দুই টাকা করে টোল আদায় করা হবে। এই নৌপথে টোল আদায়ে অনিয়ম ও জটিলতা নিয়ে মঙ্গলবার নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনায় ইজারার মাধ্যমে দুই টাকা করে টোল আদায় হবে। ইজারার টাকা সমান ভাগ হবে বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদের মধ্যে।


বর্তমানে জেলা পরিষদের ইজারাদার কর্তৃক পাঁচ টাকা টোল আদায় আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। ইজারাদার পাঁচ টাকার বেশি টোল আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, একটি নীতিমালার আওতায় স্পিডবোট ও লঞ্চ চলাচল করবে। বিআইডব্লিউটিএ স্পিডবোটের ভাড়া নির্ধারণ করে দেবে। লঞ্চ ও স্পিডবোট নিবন্ধন ছাড়া চালানো যাবে না।

নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর

Leave a Reply