শান্তিনগর গ্রামে চাঁদা না দেয়ায় দোকানে আগুন

মঙ্গলবার গভীর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়ার শান্তিনগর গ্রামের একটি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘুমন্ত দোকানি সুমন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ১০ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় স্থানীয় প্রভাবশালী রফিকুজ্জামান এ ঘটনা ঘটিয়েছে বলে দোকানি সুমন দাবি করেছেন। তবে রফিকুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেছেন, পূর্ব শত্রুতার জের ধরে মামলায় ফাঁসানোর জন্যই দোকানে নিজেরা আগুন দিয়ে এখন আমাকে ফাঁসাতে যাচ্ছে। সুমন জানান, টাইগার ড্রিঙ্কের একটি বোতল ছিটকে তার গায়ে পড়লে ঘুম ভেঙ্গে যায়। তিনি জানালা ভেঙ্গে কোন মতে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান।

পরে তার আর্তচিৎকারে গ্রামবাসীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা-চট্রগাম মহাসড়কের পাশেই ইমনদের বাড়ি। বাড়ির সঙ্গেই তাদের দুই ভাই মোঃ সুমন ও মোঃ আলাউদ্দিনের দুটি বড় মুদি দোকান রয়েছে। রাস্তাটি প্রশস্ত করার কথা বলে রফিকুজ্জামান দীর্ঘ দিন ধরে দোকান সরিয়ে নিতে ইমনদের চাপ দিয়ে আসছিল। কিন্তু ব্যক্তিগত জায়গা না ছাড়তে চাইলে কিছু দিন আগে রফিকুজ্জামান তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রফিকুজ্জামান তাদের দেখে নেবার হুমকি দেয়। এ ব্যাপারে গজারিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে সুমন অভিযোগ করেন। তবে গজারিয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম বলেছেন, হাইওয়ের পাশে একটি দোকান আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

জনকন্ঠ

Leave a Reply