মাওয়ায় চাঁদাবাজির প্রতিবাদে সমাবেশ

মাওয়ায় বিআইডব্লিউটিএ’র নতুন পার্কিং ইয়ার্ড এলাকার দোকানপাট ও গাড়ি স্ট্যান্ড থেকে চাঁদাবাজির প্রতিবাদে সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টায় পার্কিং ইয়ার্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে লৌহজং উপজেলার মেদেনী মণ্ডল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের মাওয়া লঞ্চঘাটের নিযুক্ত ইজারাদার হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন টিটু, আবুল কাশেম, মো. নোমান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি শরিফুল ইসলাম সানজিদ, মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মাওয়া পার্কিং ইয়ার্ডে স্থানীয় সন্ত্রাসী রয়েল ও তার বাহিনী দোকানপাট থেকে প্রতিদিন ৫০ থেকে ১শ’ টাকা, সিএনজি স্ট্যান্ড, পুরাতন সি-বোট কাউন্টার ও ট্যাক্সি ক্যাব থেকে লাইনম্যানদের মাধ্যমে ৩০ থেকে ৫০ টাকা করে প্রতিদিন চাঁদা তুলে নিচ্ছে। যুবলীগ নেতা হামিদুল ইসলাম মোবাইল ফোনে মানবজমিনকে জানান, এ ঘটনার প্রতিবাদে এ সমাবেশ হয়।

পরে দোকানপাটসহ পরিবহনের চালক-শ্রমিকদের আর চাঁদা দিতে নিষেধ করা হয়েছে। রয়েল ও তার বাহিনীর কেউ চাঁদা নিতে এলে প্রতিহত করা হবে বলে তিনি জানান।

মানবজমিন

Leave a Reply