আগামীতে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে -শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম

মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদিখান-শ্রীনগর) আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন। নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় বিভিন্ন ইউনিয়নে বক্তৃতাকালে তিনি বলেন, দেশের মানুষ মোটেও ভালো নেই। অর্থনৈতিক দুরবস্থার কারণে সত্যিকার অর্থে মানুষ এবার ভালভাবে ঈদ উদযাপন করতে পারেনি। তিনি বলেন, সরকার ঘরে-বাইরে জনগণের নিরাপত্তা দিতেই শুধু ব্যর্থ হয়নি, তাদের ভাত-কাপড় ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। এই দুই দল ২২ বছর ক্ষমতায় থেকে পাঁচবার বিশ্বে দূণীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছে।


এখন যারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তারা আক্রান্ত হচ্ছেন। এভাবে বলপূর্বক দমিয়ে দেয়ার চেষ্টা ভালো ফল বয়ে আনবে না। আমরা এমন একটি দেশ চাই যে দেশে সবাই শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। মানুষ এখন দিশেহারা। এরশাদকে ক্ষমতায় এনে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে, দেশের যত উন্নয়ন তার বেশির ভাগই পল¬ীবন্ধু এরশাদের সময় হয়েছে। দেশের মানুষ এখন উন্নয়নের স্বার্থে আবার এরশাদকে ক্ষমতায় দেখতে চায়। এখন সময় এসেছে জাতীয় পার্টিকে শক্তিশালী করে এককভাবে ক্ষমতায় আসার। আগামীতে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে ইন্শআল্লা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিরাজদিখান উপজেলার সভাপতি আবদুল লতিফ হাওলাদার, সিরাজদিখান উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল হাকিম হাওলাদার, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবাল, কেন্দ্রীয় আইনজীবি ফেডারেশনের সদস্য আব্দুল রশিদ, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আবদুল জলিল পাঠান, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মফিজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির প্রস্তাবিত সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিরাজদিখান উপজেলা যুবসংহতির প্রস্তাবিত সভাপতি আলী নূর, সিরাজদিখান উপজেলা জাতীয় যুবসংহতির প্রস্তাবিত সাধারণ সম্পাদক আলী হোসেন, সিরাজদিখান উপজেলা জাতীয় যুবসংহতির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক জসিম মুন্সি, সিরাজদিখান উপজেলা জাতীয় যুবসংহতির প্রস্তাবিত যগ্নসম্পাদক মোঃ সায়েম রানা, সিরাজদিখান জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জিমি যোসেফ বটলেড়–, মুন্সীগঞ্জ জেলা যুবসংহতির সাংগঠনিক সম্পাদক কলিং ডিক্রুস, নব্য জাতীয় পার্টিতে যোগদানকারী জাহাঙ্গির হাওলাদার প্রমুখ।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply