জাহাঙ্গীর খান বাবু: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী, লৌহজং ও শ্রীনগর উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গন কোন ভাবেই রোধকরা যাচ্ছে না। ফলে জেলার ভাঙ্গন কবলিত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।
অপরদিকে কমছে মুন্সীগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের মানচিত্র। গত একমাসে এঅবস্থা প্রকট আকার ধারন করেছে। মাওয়া পুরাতন ফেড়িঘাটসহ মহাসড়কের অনেক অংশ পদ্মার ভাঙ্গনে বিলিন হয়েগেছে।
অপরদিকে শ্রীনগরের ভাগ্যকুল বাঘড়ায় চলছে ভাঙ্গন অতংক। ঘড়-বাড়ী হাড়া মানুষ ক্রমেই অন্য বস্ত্র ও বাসস্থানের দাবীতে ক্ষুব্ধ হয়ে উঠছে। এছাড়া মেডিনিমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া ও জসিলদিয়ার বিশাল এলাকায় পদ্মা নদীয় গর্ভে যে কোন সময় হাড়িয়ে যাবার অপেক্ষায় রয়েছে।
সরেজমিন ভাঙ্গল কবলিত এলাকা ঘুড়ে এমন চিত্র দেখা গেছে । এদিকে মেডিনিমন্ডল ইউনিয়ন যুবলীগ সভাপতি হামিদুল ইসলাম প্রতিবেদক জানান, যে গতিতে ভাঙ্গন অব্যহত আছে তা চলমান থাকলে যে কোন মুহুর্তে দীঘলি বাজার ও ধাইদা গ্রামের মতো মাওয়া নতুন ফেড়িঘাট, কান্দিপাড়া গ্রামসহ আসপাশের এলাকা নদীগর্ভে বিলিন হয়েযেতে পারে ।
বিলীন হয়ে যেতে পারে জসিলদিয়া ও কবুতোর খোলা বাজার। আর এতে করে আন্তাঃ ভাগ্যকুল বাঘড়াসহ আসপাশের এলাকা শিকার হতে আকস্মিত নদী ভাঙ্গনের।
এদিকে পদ্মা নদীর এই চলমান ভাঙ্গন দ্রুত রোধে কার্যকর ব্যাবস্থা নেবার দাবীতে আজ শনিবার মাওয়া পয়েন্টে মানববন্ধন কর্মসূচী ডেকেছে বিভিন্ন সামাজিক সংগঠন। এর আগে একই দাবীতে স্থানীয় জনতা সোমবার সড়ক অবরোধ করে রেখেছির ১ঘন্টা পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেয়ায় পুনরায় মানববন্ধন কর্মসূচীর ঘোষনা দিয়েছে মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদ ও বিজয় উল্লাসে বিক্রমপুর নামের দুটি নাগরিক অধিকার সংগঠন।
অপরদিকে ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে একই দিন ঢাকা থেকে ছুটে আসছেন জেলার খ্যাতিমান সাংবাদিকরা। এব্যাপারে ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের যুগ্ন আহ্বায়ক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জানিয়েছেন পদ্মার ভাঙ্গন রোধের দাবীতে স্থানীয় জনতার চলমান আন্দোলনের সাথে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে আর এলক্ষ্যেই জেলার অধিবাসী বরেণ্য সংবাদিকদের নিয়ে আগামী কাল শনিবার আমরা ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শন করবো ।
সদস্য জাহাঙ্গীর খান বাবু’র সাথে যোগাযোগ করলে তিনি জানা, ভাঙ্গন রোধের দাবীতে আজ শনিবার মাওয়ায় আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রী প্রেসসচিব আবুল কালাম আজাদ কলাম লেখক শাহজাহান মিয়া ও প্রবীণ সাংবাদিক স্বপন দাস গুপ্তসহ খ্যাতিমান সাংবাদিকরা একটি ভাঙ্গন রোধের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিবেন।
এদিকে খ্যাতিমান সাংবাদিকদের বরণ ও পদ্মার ভাঙ্গন রোধ করতে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন বিক্রমপুর প্রেসক্লাব। এব্যাপারে প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান জানিয়েছেন পদ্মার ভাঙ্গন রোধে সাংবাদিকদের লেখা চলমান থাকলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়াই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে উঠেছে।
এরই ধারাবাহিকতায় বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকরা আজকের কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছে। আর একই দাবিতে সংহতি প্রকাশ করেছে সিরাজদিখান প্রেসক্লাব, টঙ্গীবাড়ী প্রেসক্লাব, শ্রীনগড় প্রেসক্লাব, গজারিয়া প্রেসক্লাব ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply