যে কোন মূল্যে কৃষিজমি ও সবুজ শ্যামল গ্রাম রক্ষা কর ও বাঁচাও কর্মসূচি

ভূমি দস্যুদের কবল থেকে
লৌহজং উপজেলার হুইপ এমিলির বাড়ির সামনে পদ্মানদীর অববাহিকায় বিশাল এলাকাজুড়ে ফসলি জমি নষ্ট করে ইটভাটায় পরিণত করা হবে এটা যেন এলাকার কেউ মানতে পারছেন না। তাই দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন। এই জমিতে ধান, আলু, শীত কালিন সবজি থেকে শুরু করে সকল ধরনের ফসল জন্মে। ভূমি দস্যুদের কবল থেকে যে কোন মূল্যে কৃষিজমি ও সবুজ শ্যামল গ্রাম রক্ষা কর ও বাঁচাও শ্লোগান নিয়ে শুক্রবার বিকালে ইটভাটা তৈরীর প্রতিবাদে মানব বন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ও ধাইদিয়া ইউনিয়নের শতশত লোক এই মানব বন্ধনে অংশ নেয়। পরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রতিনিধি আ: আজিজ শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ মো. আসলাম, স্বপন হাওলাদার, নাট্যকার মোস্তফা মেননসহ অনেকে। বক্তারা বলেন যে কোন মূল্যে হটকারি এই ভূমিদস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষা করা হবে। কোন ক্রমেই ফসলি জমিতে ইটভাটা করতে দেয়া হবে না।

টিএনবি

Leave a Reply