যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং নেদারল্যান্ডের ডক্টরর্স ভ্যান ডি অয়েরল্ড এর সহযোগিতায় মুন্সিগঞ্জের সদর হাসপাতালে গত ১০দিনব্যাপী অনুষ্ঠিত প্লাসটিক সার্জারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড রাষ্ট্রদূত গারবেন জোয়ার্ড দো জং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ডেপুটি কমিশনার মো. আজিজুল আলম, বিমএমএ সভাপতি ডা: এম. আখতার হোসেন বাপ্পী এবং যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল শাহজাহান। ক্যাম্পে ২৫০জন রোগীর অপারেশন করা হয়। আলোচনা সভায় পূর্বে মুন্সিগঞ্জ জেনালে হাসপাতালটি পরিদর্শণ করেন তিনি। বিভিন্ন রুগী দেখেন। ১০দিনের কর্মসূচির কারণে সাধারণ রোগীদেরকে বেড ছেড়ে ফ্লোরে বিছানায় চিকিৎসা নিতে হয়েছে।
টিএনবি
Leave a Reply