ঢাকা হতে ছিনতাই হওয়া টিন ভর্তি ট্রাক টঙ্গীবাড়ীতে উদ্ধার

ব.ম শামীম: ঢাকা হতে টিন ভর্তি ছিনতাই হওয়া ট্রাক মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজার হতে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে হাসাইল বাজারে টিন ভর্তি ট্রাক দেখতে পেয়ে গাড়িতে থাকা ড্রাইভার এর সাথে কথা বলে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশ খবর দিলে পুলিশ ট্রাকটি উদ্ধার করে সন্ধায় থানায় নিয়ে আসে। এ ঘটনায় ট্র্রাক ছিনতাইকরী হেলপার ফারুক (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। সে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার শিকদার কান্দি গ্রামের সেকান্দর আলির ছেলে।

জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাজিরা বাজার হারুন ষ্টিল কর্পোরেশন হতে ৬৮ টি কয়েল পাত টিন যার মূল্য ১৫ লক্ষ টাকা ক্রয় করে ঢাকা মেট্রো ট-০২ ০৫০৮ নম্বর ট্রাকে পরিবহনের জন্য তুলে দেন কুমিল্লার মুজাফফরগঞ্জের মাসুদ। পরে কেরানিগঞ্জ উপজেলার চুনকুটিয়া মাঠ হতে গাড়িটিতে মাল লোড করে পাশের পেট্রোল পাম্পে রেখে দেওয়া হয়। এ সময় গাড়ির ড্রাইভার আঃ রব ফেলপার ফারুকে মালগুলো কুমিল্লার মুজাফফরগঞ্জে পৌঁছে দিতে বলেন।


কিন্তু ফারুক মাল নিদিষ্ট গৌন্তব্যস্থানে না পৌছিঁয়ে ট্রাকভর্তি মাল ছিনতাই করে টঙ্গীবাড়ীর হাসাইলে নিয়ে আসেন। পরে শুকবার সকালে এলাকবাসী মাল কোথায় নিয়ে যাওয়া হবে ট্রাকে থাকা ড্রাইভার এর কাছে জানতে চাইলে সে কোন স্থানের নাম না বলতে পারলে তাকে আটক করে পুলিশ খবর দেয়। টিনের মালিক মাসুদ জানান, আমি টিন ক্রয় করে উক্ত টিনের মালিকের ট্রাক ড্রাইভার আঃ রবকে নিয়ে চুনকুটিয়া মাঠ হতে মাল লোড করে কুমিল্লা চলে যাই। পরে নিদিষ্ট সময়ে মাল না পেয়ে ড্রাইভার এর কাছে ফোন করলে সে হেলপার এর মোবাইলে ফোন করে।

কিন্ত এ সময় তার মোবাইল খোলা না পেলে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। ড্রাইভার সহ আমরা ট্রাকটি খুঁজতে থাকি। খুজেঁ না পেয়ে আমার আতœীয় এক এসপিকে বিষয়টি জানালে, সে বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠায়। পরে আমরা তার মাধ্যমে জানতে পারি টঙ্গীবাড়ী এলাকায় উক্ত ট্রাকাটি আটক করা হয়েছে। টঙ্গীবাড়ী থানা এএসআই আনোয়ার ঘটনার সত্যতা শিকার করে জানান, এলাকাবাসী ট্রাকটি আটক করে আমাদের খবর দিলে আমরা ট্রাকটি উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতার করি।

Leave a Reply