মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছামতি নদীর পাড়ে টেকেরহাটের বটতলায় “লালন সাঁই পদ্মাহেম ধাম” আয়োজিত দুদিনের লালন উৎসব গতকাল শনিবার সকালে সমাপ্ত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের লালন সাঁইজি’র অনুসারী লক্ষ্মীকান্ত বাউলের কণ্ঠে লালন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দুদিনের এ উৎসবের ইতি টানা হয়।
লালন উৎসব কমিটির সদস্য সচিব রাসেল মাহমুদ জানান, শুক্রবার রাতজুড়ে ভারতের সাধু গুরু মদন দাস বৈরাগী ও তার দল, লালন ব্যান্ডের সুমি ও তার দল এবং সুমন্ত ও তার দল পালাক্রমে লালন সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ভক্তদের উদ্দেশ্যে মন উজার করে দিয়ে লালনের গান গেয়েছেন- ওস্তাদ নহির শাহ, বুড়ি ফকিরানী, রাজ্জাক বাউল, তকবির বাউল, রজব দেওয়ান, আক্কাস দেওয়ান, রুশিয়া বাউলসহ আরো অনেকে। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে দু’দিনের এ লালন উৎসব শুরু হয়।
আমাদের সময়
Leave a Reply