নৌকা বাইচ হচ্ছে দেশের গ্রাম-বাংলার আবহমান ক্রীড়া-সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এক নিদর্শন। এ ঐতিহ্যকে ধরে রাখতে বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় শনিবার মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ৩৬ তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সোয়া ৩ টায় মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে নৌকা বাইচ শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়। বাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিজুল আলাম। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শাহাবুদ্দিন খান ও বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর শিহাব আহমেদ, বাংলাদেশ রোইং ফেডারেশনের সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আয়নাল হক স্বপন প্রমুখ। মুন্সীগঞ্জ. খুলনা, কিশোরগঞ্জ ব্রহ্মণবাড়িয়াসহ মোট ১০টি জেলা অংশ নেয় এ প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতায় ৩৪ টি দল ৩ ক্যাটাগরিতে অংশ নেয়।
প্রতিযোগিতায় মাদারিপুর জেলার সুকুমার বাইনের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৫০ মাল্লার দল মুন্সীগঞ্জ প্রথম, ২৫ মাল্লার ক্যাটাগরিতে খুলনা প্রথম. ৫০ সারেঙ্গিংতে ব্রাহ্মণবাড়িয়া প্রথম স্থান অধিকার করে। নৌকা বাইচ উপভোগ করতে ধলেশ্বরীর পড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। মুক্তারপুর সেতুর দুই ধারে অসংখ্য মানুষের ভীড় লেগে যায়। নৌকা বাইচকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ধলেশ্বরী নদীর দুই পারে।
টাইমস্ আই বেঙ্গলী
=================
ধলেশ্বরীতে জাঁক জমকপূর্ন জাতীয় নৌকা বাইচ
দেশজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য নৌকা বাইচের বিশাল উৎসব বসেছিল মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে। বাংলালিংক জাতীয় এই নৌকাবাইচ দেখতে শনিবার বিকালে এই উৎসবে লাখো মানুষের ঢল নামে।
বন্দর নগরী মিরকাদিম থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত ৩ কিলোমিটার এই নদীর দু’তীর ছিল কানায় কানায় পূর্ন। তিল ধারনের ঠাই ছিলনা মুক্তারপুর ব্রিজে। এছাড়া হাজার হাজার নারী- পুরুষ বিভিন্ন ধরনের নৌকা,লঞ্চে করে এই উৎসব উপভোগ করে। হাজার হাজার জনতা বিভিন্ন স্লোগান ও করতালি দিয়ে নৌকা বাইচকে ¯^vMZ জানায়। নৌকা বাইচ উপলক্ষে নদী বেষ্ঠিত মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী ছিল উৎসব মুখর। উপভোগ করতে আসা মানুষ নেচে গেয়ে এই নৌকা বাইচকে ¯^vMZ জানান। সব বয়সী মানুষই এই আনন্দ উপভোগ করেন।
এবার সম্মিতিভাবে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন মাদারীপুরের ‘সুকুমার বাইন’। ৬০ মাল্লার এই নৌকাটি সকলকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে। সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটের বিশাল মঞ্চে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, এডিএম এসএম মাহফুজুল হক, রোইং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. খুরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজনু, বাংলালিংক মর্কেটিং সিনিয়র ডিরেক্টর শিহাব আহমাদ, মো. জামাল হোসেন, পিপি আব্দুল মতিন, নজরুল ইসলাম, মাসুম চৌধুরী ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। সিলেট, ভৈরব, চাঁদপুর, বরিশাল ও খুলনার বিজয়ী ২৪, ৫০ ও পঞ্চসোর্ধ বিভাগে ৩৪টি নৌকা এই জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
বিকালে মিরকাদিম থেকে নৌকা বাইচ শুরু হয়। ৫টি ধাপ এই বাইচ সম্পন্ন হয়। পুরস্কার বিতরনীর আগে প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। এতে সভাপতিত্ব করেন রোইং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. খুরশেদ আলম।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তরা বলেন, মুন্সীগঞ্জে নতুন প্রজন্মকে দেশজ সংস্কৃতির সঙ্গে পরিচয় রাখা এবং আবহমান বাংলার এই ঐহিত্যকে ধারণ করার জন্যই সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই জনপদে জাতীয় নৌকা বাইচ নিয়মিত আয়োজন করা সময়ের দাবী। নারী নৌকা আইচের ওপরও গুরুত্বারোপ করা হয়। রোইং ফেডারশেনে ফিল্ড হিসাবে ধলেশ্বরী নদীকে ব্যবহারেও দাবী জানান বক্তরা।
মুন্সীগঞ্জ নিউজ
=========
মুন্সিগঞ্জে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা
চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আজ শনিবার বিকালে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ শেষ হয়েছে। বড় লঞ্চ, স্টিমার ও ট্রলার ছিল চারদিকে ঘেরা। বাইচা নৌকার বিপরীত থেকে স্টীমার ও লঞ্চ চলাচল ছিল চোখে পড়ার মত। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা মধ্যে ছিল মাঝিমাল্লারা। এই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে ৩৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নদীতে, ধলেশ্বরী ব্রীজে নদীর পাশ্ববর্তী কানায় কানায় পূর্ণ ছিল নারী পুরুষ। এ যেন এক মিলন মেলা।
নদী হচ্ছে বাংলাদেশের জীবনধারা, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের এক অবিচ্ছেদ্য অংশ ও বিশেষ প্রতীক। নড়াইল, ভৈরব, সিলেট, বরিশাল, চাদপুর, খুলনায় আঞ্চলিক নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলোই এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
এ নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ডেপুটি কমিশনার মো. আজিজুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহাবুদ্দিন আহম্মেদ। খোরশেদ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল মজনু, মো. নজরুল ইসলামসহ অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ দেয়া হয়।
মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত আড়াই কিলো মিটার দীর্ঘ্য এ প্রতিযোগীতায় ১০ টি জেলার ৩৪ টি দল অংশ নেয়। প্রতিযোগীতায় ৫০ মাল্লা ১ম মুন্সিগঞ্জের শেখ সোহেল ,২য় ব্রাহ্মন বাড়িয়া, ৩য় মুন্সিগঞ্জ ২৫ মাল্লায় খুলনার নুরুল হুদা, ২য় কিশোরগঞ্জের লাল মিয়া, ৩য় মুন্সিগঞ্জের আনসার আলী সারেঙগী তে ১ম ব্রাহ্মনবাড়িয়া, ২য় একই জেলার বাবুল, এবং ৩য় মুন্সিগঞ্জ। এছাড়া মাদারীপুরে র সুকুমার এর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জ্জন করে। প্রসঙ্গত প্রতিযোগীতায় বেসরকারী মোবাইল কোম্পানী বাংলা লিঙক পূর্ণাঙ্গ সহযোগীতা করে।
টিএনবি
Leave a Reply