মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরায় ইউপি ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হত্যা মামলার আসামী আবুল কালাম ওরফে হাতকাটা কালাম (২৮) গ্রেফতার করেছে পুলিশ। দোহার উপজেলার মেঘুলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা ¯^xKvi করে শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, হত্যা মামলা ছাড়াও শ্রীনগর থানায় তার বির্বদ্ধে আরও দু’টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও তার বির্বদ্ধে অলিখিত নানা অভিযোগও রয়েছে।
বছর খানেক আগে উত্তেজিত জনতা কালামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডান হাতের কব্জি কেটে দেয়।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply