মুন্সীগঞ্জে আ’লীগের কার্যনিবার্হী কমিটির সভা

‘দেশ ও জাতির স্বার্থে সকল বিভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে ঐক্যবদ্ধ থেকে জামায়াত শিবিরের অপৎরতায় সোচ্চার থাকার আহ্বান জানানো হয় জেলা আওয়ামী লীগের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের জরুরী সভায়। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে তাঁর শহরের কোর্টগাঁওয়ে বাসভবনে এই সভায় মাসব্যাপী বিজয় দিবস ধুমধামে উদযাপন, সাংগঠনিক কর্মকা- আরও চাঙ্গা এবং জনসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


গুরুত্বপূর্ণ এ সভায় জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি ও সুকুমার রঞ্জন ঘোষ এমপি অংশ নেন। তবে সদর আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী যথারীতি অনুপস্থিত থাকায় সভায় অসন্তোষ প্রকাশ করা হয়। সভায় ২২ ডিসেম্বর শ্রীনগর উপজেলা, ২৩ ডিসেম্বর সিরাজদিখান উপজেলা এবং ১৮ ডিসেম্বর সদর উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, সিরাজদিখান উপজেলার আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, লৌহজংয়ের সভাপতি ফকির আব্দুল হামিদ, টঙ্গীবাড়ির সভাপতি জগলুল হালদার ভুতু, সদরের সভাপতি আফসার হোসেন ভূইয়া, গজারিয়ার সভাপতি সফিকুর রহমান চৌধুরী ও শহর আওয়ামী লীগের সভাপতি পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন ও জাতীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।

জনকন্ঠ

নিউজের ছবির সোর্স

Leave a Reply