হুমায়ুন আজাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মতিস্তম্ভ করার দাবি

হুমায়ুন আজাদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘মুক্তিযুদ্ধের চেতনা; হুমায়ুন আজাদ ও সুনীল গঙ্গোপাধ্যায়’ শীর্ষক এক আলোচনা সভায় শিক্ষকেরা এ দাবি জানান। মনন সমাজ সংস্কৃতি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এর আয়োজন করে।

আলোচনা সভায় অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, হুমায়ুন আজাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাঁর লেখনীর তীক্ষতা ও তীব্রতা। তাই তাঁর লেখা ঘাতকদের তীব্রভাবে মর্মভেদী করেছিল। আর সুনীল শুধু একজন কবি নন, সাহিত্যিকও। বাংলার নবজাগরণের ইতিহাস সম্পর্কে তরুণদের মধ্যে চেতনা জাগ্রত করার ক্ষমতা তাঁর লেখায় রয়েছে। তাঁর লেখায় দুই বাংলার মধ্যে একটি বন্ধন তৈরি হয়েছে।


বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লাহ খান বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনে আসছি, কিন্তু আজও বাস্তব জীবনে এর প্রতিফলন নেই।’ তিনি হুমায়ুন আজাদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্তম্ভ করার দাবি জানান। মননের সভাপতি সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বায়তুল্লাহ কাদরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুনায়েদ হালিম, সেলিম মাজহার প্রমুখ।

প্রথম আলো

Leave a Reply