প্রাচীন বিক্রমপুর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থান। বর্তমান মুন্সীগঞ্জ জেলার বেশিরভাগ অঞ্চল এর অন্তর্ভুক্ত। শুক্রবার সকাল ১০টায় ‘বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন ২০১২-১৩’ এর উদ্বোধন করা হয়েছে। তৃতীয় বছরে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের রঘুরামপুরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন কাজ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী। বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন প্রকল্প পরিচালক নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম. ইদ্রিস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমুখ।
বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন ২০১২-১৩-এ গবেষণা পরিচালনা করছেন অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান। গবেষণায় অংশগ্রহণ করছেন ঐতিহ্য অন্বেষণের গবেষকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী প্রত্নতাত্ত্বিক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্থাপত্য বিভাগ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ভূতত্ত¡ অধিদপ্তর ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাবেক গবেষকবৃন্দ। গবেষণা কাজে সহযোগিতা করছেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম আলমের নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যগণ।
প্রসঙ্গত উলেøখ্য যে ২০১০ সাল থেকে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়ে গত দু’বছরে বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন পরিচালিত হয়েছে । গত দুই বছরের গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক ।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply