সরকারের মন্ত্রী-এমপিরা একের পর এক মাওয়ার ভাঙনরোধের প্রতিশ্রুতি দিলেও কার্যকর ব্যবস্থা নেই। ভাঙছে মাওয়া, কাটছে মাওয়া, পদ্মার গ্রাস থেকে আমাদের বাঁচাও দাবিতে লৌহজংয়ের মাওয়ায় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা কয়েকদফা অবরোধ-মানববন্ধন কর্মসূচি পালন করলেও তাদের আর্তনাদ ঘুম ভাঙাতে পারেনি সরকারের মন্ত্রী-এমপিদের।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সর্বশেষ গত ১৪ নভেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা করে ৭ দিনের মধ্যে মাওয়ায় ভাঙনরোধের ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। কিন্তু তার সে ঘোষণার পর মাসখানেক সময় পার হয়ে গেলেও আজো অবধি ভাঙনে বিপর্যস্ত মাওয়ায় নদী শাসনের ব্যবস্থা নেয়া হয়নি।
সূত্র জানায়, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণে নদী শাসন কাগজে-কলমে সীমাবদ্ধ। জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির ডিও লেটার সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড হাত গুটিয়ে রয়েছেন। গেল ভরা বর্ষায় পদ্মায় অসংখ্য ডুবোচর জেগে উঠায় অপরিকল্পিত ড্রেজিংয়ের অভিযোগ উঠে। পদ্মার ওপাড়ে নতুন চর জেগে উঠলে ড্রেজিংয়ে কোন বরাদ্দ মিলেনি আজ পর্যন্ত- এসব কারণই কীর্তিনাশা পদ্মার ভাঙনে দক্ষিণবঙ্গের প্রবেশ দুয়ার মাওয়াঘাট বিপন্ন করে তুলে।
বিআইডব্ল্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানান, পদ্মা সেতু নির্মাণে নদী শাসন এখনো পর্যন্ত হয়নি। নদী শাসন করা হলে আজ মাওয়ায় এ ভয়াবহ ভাঙন কবলে বিপন্ন হতো না।
এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আপাতত ভাঙনরোধের কোন ব্যবস্থা নেই। মাওয়ায় পদ্মা সেতু নির্মাণের সময় নদী শাসনের সঙ্গে মাওয়ার ভাঙনরোধের কাজ করা হবে।
যেভাবে বিপন্ন হয়ে উঠে মাওয়াঘাট : ৪ অক্টোবর সকালে নতুন পার্কিং ইয়ার্ডে প্রথম ভাঙন দেখা দেয়। ৮ অক্টোবর রাতে ২ নম্বর ফেরিঘাট সংলগ্ন সড়ক ও জনপথের পাকা সড়কে ১শ’ ফুট এলাকাজুড়ে বড় আকারের ফাটল দেখা দেয়। পরদিন ৯ অক্টোবর সকালে মাওয়া ২ নম্বর ফেরিঘাট বিলীন হয়। সড়কে দেখা দেয় ফাটল। স্রোতের তোড়ে ভেসে যায় ফেরিঘাটের পন্টুন। ওই সড়কের ৩০ ফুট স্থান নদীগর্ভে বিলীন হয়। ১৪ অক্টোবর রাত ৭টার দিকে ১ নম্বর ফেরিঘাট পুরোই বিলীন হয় পদ্মায়। এতে নিখোঁজ হন অন্তত ৬ ব্যক্তি। ১৫ অক্টোবর নৌপরিবহনমন্ত্রী আসেন মাওয়ায়। এ সময় মন্ত্রীর চোখের সামনে বিলীন হয়েছে মাওয়ার জনপদ। এরপর এ জনপদে ভাঙনের খেলা চলতে থাকলে একে একে ফেরি পারাপারের পথরুদ্ধ হতে থাকে। মাওয়ায় পুরাতন ৩টি ফেরিঘাট পরিত্যক্ত ঘোষণা করে বন্ধ করে দেয়া হলে এক সপ্তাহের ব্যবধানে বিকল্প ২টি নতুন ঘাট চালু করা হয়।
জাস্ট নিউজ
Leave a Reply