মুন্সীগঞ্জে তীব্র গ্যাস সঙ্কটের কারনে কয়েক বছর ধরে রান্না-বান্না নিয়ে চরম বিপাকে পড়েছেন গৃহিনীরা। তারা এখন গ্যাসের চুলো ছেড়ে রান্না করছে খড়ি বা কেরোসিনের চুলোয়। আবার অনেকে রান্না করছেন গভীর-ভোর রাতে। এই নিয়ে গৃহিনীদের বিরক্তির যেন শেষ নেই, তাদের মধ্যে এখন বিরাজ করছে চরম ােভ। এছাড়া গ্যাস সঙ্কটের কারনে দুর্ভোগের মধ্যে পড়েছেন শহরসহ আশপাশের হাজার হাজার পরিবার। তারা দিন দিন বিুব্ধ হয়ে উঠছেন। গ্যাসের দাবীতে মুন্সীগঞ্জবাসী মানববন্ধন কর্মসূচীসহ আন্দোলনে রাজপথে নামলেও তার উন্নতি দুরে থাক বর্তমানে সরবরাহে আরো অবনতি হয়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে এই গ্যাস সঙ্কট। এ বিষয়টি জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা অবগত হলেও কোন উদ্যোগ ল্য করা যায়নি।
জানা গেছে, রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মোটামুটি গ্যাস পাওয়া গেলেও দিনের বেলায় গ্যাসের অভাবে চুলো জ্বালাতে পারেনা গৃহিনীরা। তাই তারা রাতের ঘুম হারাম করে দিনে রান্না আগের দিন রাতে করে রাখছেন। শহরের মধ্য কোটগাও এলাকার জান্নাতুল ফেরদৌসৗ জানান, সকালে অফিসে যেতে হয়, তার মধ্যে রাত জেগে রান্না করে নির্ঘুম চোখ নিয়ে অফিস করতে হচ্ছে। বাগমামুদালি পাড়ার স্কুল শিক খালেদা আক্তার জানান, সারাদিনের রান্না প্রতিদিন গভীর রাতে করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও তা নিরসনে কোন উদ্যোগ না থাকায় তিনি ােভ প্রকাশ করেন।
গ্যাস অফিস সুত্র জানায়, মুন্সীগঞ্জে গ্যাসের চাহিদা ৪ এমএমসিএম (মিলিনয়ন ঘন মিটার)। কিন্তু পাওয়া যাচ্ছে আনুমানিক ১ এমএমসিএম । আবাসিক প্রায় সাড়ে ৯ হাজার ও ৪৫ টি শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠানে সংযোগ রয়েছে। ব্যবস্থাপক মাধব চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, নানা সমস্যা ছাড়াও রিজার্ভ কম এবং ম্যান লাইনের চাপ কম থাকায় মুন্সীগঞ্জে সমস্যা হচ্ছে।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply