মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চান্দেরচর ও পাইনারচর শনিবার দুই গ্রুপে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। স্থানীয় ও কয়েকটি ব্রীকফিল্ডের মালিকরা জানান, সিডিএম নামে হোম ক্লীন পরিবেশ বান্ধব একটি নতুন ব্রীকফিল্ড চালু হয় চান্দেরচরে। এর ৫ জন মালিক এরা পাইনারচর গ্রামের। কয়েকদিন যাবৎ কামু বাহিনীর সদস্যরা ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করলে ১ লক্ষ টাকা কামু বাহিনীর আলমকে ব্রীকফিল্ড মালিক ইস্রাফিল দিয়ে দেন।
৯ লক্ষ টাকার জন্য শনিবার সকালে কামু বাহিনীর শাকিল ৮/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ইস্রাফিলের বাড়ী হামলা করে। এবং টাকা স্বর্ন লুট করে নিয়ে যায়। ঘটনাটি এলাকা বাসি ও বিভিন্ন ব্রীকফিল্ডের মালকরা শুনে পাইনারচরে একত্রিত হয়ে প্রতিবাদ জানালে চান্দেরচরের কামিজ উদ্দিন কামু বাহিনীর লোকজন রামদা জুইত বল্লম শুরকি এ সকল দেশীয় অস্ত্রদিয়ে হামলাকরলে কমপক্ষে ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছে ৭ জন। তারা হলো শাহআলী (২৫), শাজাহান (৩০), হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মনির হোসেন (৩৫), আবু খায়ের (৩০) ও শোহেল (১৮); বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়াছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ শেখ মাহবুবুর রহমান বলেন, ওখানে এটা কোন নতুন ঘটনা নয়। প্রায়ই ওখানে মারামারি লেগেই থাকে। আজ একজন আহত হয়েছে শুনেছি। কেউ মামলা করতে আসে নাই।
সেলিনা ইসলাম: বাংলাপোষ্ট২৪
Leave a Reply