বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ জেলার রামপাল আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম হাবিবুর রহমান মোল্লা সারাজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরে মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের একজন দক্ষ, ত্যাগী, নিষ্ঠাবান, মানব দরদী, নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।
বিবৃতিতে তিনি মরহুম হাবিবুর রহমান মোল্লার পবিত্র রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস মরহুম হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার পবিত্র রুহের মাগফেরাত কামনা করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
আমাদের সময়
Leave a Reply