বি,এন,পি মহাসচিবকে গ্রেফতারের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল

বি,এন,পি’’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ্জা ফখরম্নল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে মুন্সিগঞ্জে বি,এন,পি’র নেতা-কর্মীরা সোমবার সন্ধায় বিক্ষোভে ফেটে পারে। জেলা বি,এন,পি সভাপতি আ: হাইয়ের নেতৃত্বে একটি মিছিল জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় প্রদক্ষিন করে। এসময় বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা বেশ কিছু গাড়ী ভাংচুর করে। পেট্রল পাম্প থেকে ধলেশ্বরী নদীর ব্রীজ পর্যন্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে নেতা কর্মীরা। এ সময় মুহুর্মুহ ককটেল বিষ্ফোরণে আকাশ বাতাশ ভারী হয়ে যায়। আতংকে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রচুর গাড়ি ও আশপাশের দোকানপাট ভাংচুর করে বিক্ষোভকারীরা। আতংকে মুহুর্তের মধ্যে সাধারণ জনগণ ছুটোছুটি করতে গিয়ে ১০/১২জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় পুলিশের কোন তৎপরতা লক্ষ করা যায়নি। মুন্সিগঞ্জ বিএনপি জেলা কার্যালয়ের সামনে ও জেলা জামায়াত কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানা বি,এন,পি সভাপতি মো: মহিউদ্দিন, পৌরমেয়র ও শহর বি,এন,পি সভাপতি এ.কে,এম ইরাদত, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সাবেক উপমন্ত্রী ও জেলা বি,এন,পি সভাপতি আ: হাই এক বিবৃতিতে মির্জ্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, গ্রেফতার, দমন, নিপিড়ন চালিয়ে পেটোয়া-স্বৈরাচারী সরকার গদি রÿা করতে পারবে না। জনগণকে সাথে নিয়ে বি, এন, পি নেতা-কর্মীরা এর দাত ভাঙ্গা জবাব দেবে।

টিএনবি

=======================

পার্টির মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে মুন্সীগঞ্জে মিছিল-ভাঙচুর :ব্যারিকেড, যানবাহন চলাচল বন্ধ

নয়া পল্টনের পার্টি অফিসের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারে উত্তাল হযে উঠে মুন্সীগঞ্জ। সন্ধ্যার পর শহর, মুক্তারপুর সেতু এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল-সমাবেশ করেন। জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের নেতৃত্বে মুক্তারপুর সেতু এলাকায় দলীয় নেতাকর্মীরা বেরিক্যাড সৃষ্টি করে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। মুক্তারপুর এলাকার সমস্ত দোকান-পাট মুহূর্তেই বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর থেকেই মুক্তারপুর এলাকা উত্তাল হয়ে উঠে।

বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুক্তারপুর সেতু এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা বিক্ষোভে ফেটে পড়েন। সেতুর ঢালে ও আশপাশ এলাকায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। রাত সাড়ে ৭টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ওই রুটে বাসসহ বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতুর দু’ধারের যাত্রীরা পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে, দলীয় শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে শহর বিএনপি প্রতিবাদ মিছিল বের করেন। এদিকে, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, গ্রেপ্তার, দমন, নিপিড়ন চালিয়ে পেটোয়া-স্বৈরাচারী সরকার গদি রক্ষা করতে পারবে না।জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতা-কর্মীরা এর দাত ভাঙা জবাব দেবে

জাস্ট নিউজ

————————

ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে মুন্সীগঞ্জে গাড়ি ভাঙচুর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলামকে গ্রেফতার করার প্রতিবাদে মুন্সীগঞ্জে প্রতিবাদ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি। সোমবার সন্ধা ৬টা থেকে ৭টা পর্যন্ত শহরের মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলামকে গ্রেফতারের খবর পেয়েই উত্তেজিত নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে মুক্তারপুর এলাকায় প্রতিবাদ মিছিল বের করে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে চলাচলরত বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

এছাড়া মুক্তারপুর সেতু ও আশপাশ এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন।

মুক্তারপুর নৌফাড়িঁর উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply