মুন্সীগঞ্জে বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর

থেমে থেমে বোমা বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, সড়কে টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে শহরের উপকণ্ঠ মুক্তারপুর সেতু এলাকা, পুরাতন ফেরিঘাট, মিরেস্বর ও দুর্গাবাড়ি এলাকার রাজপথ পিকেটারদের দখলে রয়েছে।

সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে মুন্সীগঞ্জ-ঢাকা সড়কে মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা সরকার বিরোধী স্লোগান দেন।

দুপুর ১২টার দিকে মুক্তারপুর বিসিক এলাকায় ২টি গাড়ি ভাংচুর করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এসব ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ৫ বিএনপি কর্মীকে আটক ও কয়েক দফা লাঠিচার্জ করেছে।

সদর থানার পরিদর্শক মো. সিদ্দিক বাংলানিউজকে জানান, বিচ্ছিন্নভাবে কিছু বোমা বিস্ফোরণ হলেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

অন্যদিকে, ঢাকা-মাওয়া মহাসড়ক জনশূন্য। দু-একটি লোকাল বাস চলাচল করলেও বিএনপি নেতাকর্মীদের পিকেটিংয়ের কবলে পড়ছে।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে বলে লৌহজং থানার কনস্টেবল গাউছুল আজম জানিয়েছেন।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া সীমানায় শান্তিপূর্ণ হরতাল পালন করা হচ্ছে। দু-একটি সিএনজি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না।

রাজপথে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের কোনো কার্যক্রম নেই বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply