মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার গোপালনগর গ্রামের ১০০ বছরেরও অধিক পুরনো হিন্দুদের পালবাড়ি পৌর মেয়র জোর করে দখল নিয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির দীর্ঘদিনের বাসিন্দা আরতি শাহা ও মিলি শাহা। এত দিন এই বাড়িটি পালবাড়ি হিসেবে সবাই জানলেও এখন এটা মেয়রবাড়িতে পরিণত হতে চলেছে। ১০৪ শতাংশের এ বাড়িটি থেকে উচ্ছেদ হওয়া সংখ্যালঘু ১৮টি পরিবার এখন অন্যত্র আশ্রয়ের চেষ্টা করছেন। বাড়ির বাসিন্দাদের জোর করে সদর থানার ওসির সহায়তায় উচ্ছেদের অভিযোগ করেছে ভুক্তভোগীরা। বাড়ির বাসিন্দা শামসুদ্দিন বলেন, পুলিশের কাছে আইনি সহায়তা চেয়েও কোনো ফল হয়নি। জানা গেছে, ১ ডিসেম্বর কয়েক কোটি টাকা মূল্যের এই বাড়ি দখল করা হয়।
শুধু গায়ের জোরে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মারপিট করে বের করে দেওয়া হয়েছে এবং মহিলাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলে দাবি করেছেন বাড়ির বাসিন্দা শামসুদ্দিন। বাড়ির দাবিদার শামসুদ্দিন জানান তিনিসহ ১৮ সংখ্যালঘু পরিবার ৩৫ বছর ধরে বসবাস করে আসছেন। তাদের মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। মামলাটি এখনো হাইকোর্টে চলমান। কিন্তু হঠাৎ কোনো কিছুই না বলে মেয়র শাহিন ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগি্নসংযোগ করে দখল নেয়। এ সময় বাসিন্দাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। বাসিন্দা জহুরা বেগম সন্ত্রাসীদের কাছে তার বোরকাটি চেয়েও পাননি বলে জানান। মেয়র শহীদুল ইসলাম শাহীনের লোকজন বাড়ির দখল ও বাসিন্দাদের উচ্ছেদ করতে গেলে বাধা দিলে লাঠিপেটায় শিশির পাল, নুকুল পাল, উত্তম সাহা, তপন সাহা, কালাই পাল, জীবন পালসহ ১৮ পরিবারের ওই নারী-পুরুষ আহত হন। পরিবারগুলোর দাবি প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট ও কয়েক লাখ টাকার আসবাপত্র ভাঙচুর করা হয়। বাড়িটির মালিকানা দাবিদার শামসুর ঘরের আসবাপত্র ও মূল্যবান কাগজপত্রে অগি্নসংযোগ করা হয়। শামসুদ্দিন বলেন, থানা পুলিশকে অবহিত করা হলেও ওসি মেয়রের পক্ষ নেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে গেলেও ওসি তাদের অপমান করেছেন।
এ বিষয়ে সদর থানার ওসি আবুল বাসার জানান, পালবাড়ি দখল নিয়ে কোনো অভিযোগ তিনি পাননি।
এ প্রতিবেদকসহ মুন্সীগঞ্জে কর্মরত সাংবাদিকরা পৌর মেয়রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাড়িটির দখল নিয়েছেন বলে জানান। এদিকে পালবাড়িতে বসবাস করা নুকুল পাল, উত্তম সাহা, কালাই পাল জানান, তারা স্থানীয় সারওয়ার উদ্দিন ও শামসুর রহমানের কাছ থেকে ভাড়া নিয়ে ১৮টি পরিবার বসবাস করে আসছেন। সারওয়ার ও শামসু রহমান এ বাড়ি কিনেছেন বলেই জানেন তারা। তারা এটাও শুনেছেন , তাদের বংশের টোকেন পাল এ বাড়ির মালিক। তবে মীরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহীনের আমেরিকা প্রবাসী শ্বশুর বশিরউদ্দিন এ বাড়ি দাবি করেছেন। দুই পক্ষের মধ্যে হাইকোর্টে মামলা চলছে। ভাড়াটেদের দাবি এ বাড়িটির প্রকৃত মালিক তাদের পাল বংশ। এখন যেহেতু তারা ভারতে আছে সেহেতু এই বাড়ি সরকারের। আমরা দখলি সূত্রে এ বাড়ি পেতে পারি। অপর দিকে চট্টগ্রাম থেকে মুঠোফোনে এ প্রতিবেদককে বাংলাদেশ মাইনরিটিস পার্টির সহসভাপতি অমরেন্দ্র মলি্লকসহ বেশ কয়েকজন নেতা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহলের দাবি পালদের ঐতিহ্য রক্ষার্থে এ বাড়িটিকে প্রত্নতত্ত্ব বিভাগকে দেওয়া উচিত।
বাংলাদেশ প্রতিদিন – লাবলু মোল্লা
Leave a Reply