মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের জমকালো শতবর্ষ পূর্তিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। প্রবীণরাও তাদের বিদ্যালয়ে এসে নস্টালজিয়ায় পড়েন। সকালে বর্ণাঢ্য বিশাল র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে ধীপুর, মটকুপুর, সিদ্ধেশ্বরী, রাউতভোগ ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এর আগে সকালে বিদ্যালয় কম্পাউন্ডে জাতীয় ও শতবর্ষের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ৪০ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শতবর্ষের এই উৎসব শেষ হবে ২৫ জানুয়ারি। এর মাঝে চলবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
এই অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারের উপসচিব ও প্রাক্তন ছাত্র আবু বক্কর সিদ্দিক মোল্লা, শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি আহ্বায়ক শামসুল হক কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুন্সী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজগর আলী, প্রাক্তন ছাত্র দু’সাংবাদিক জাহাঙ্গীর আলম ও মোঃ মোসলেউদ্দিন।
জনকন্ঠ
Leave a Reply