রাত আধার নিঘোর অন্ধকার তারপরও দু-একটা তারকা
অসময়ে চির সময়ের সমারোহ নিয়ে,
আজতো আমার চেতনার আকাশ নিঘুর অন্ধকারে
যেখানে কোন আলোক বর্তিকা থাকার কথা নয়।
ওই দেখা যায় আকাশের নিহারিকা ঘিরে আবার কোন সে
কালোমেঘের ঘনঘোটার ছায়া।
৫২, ৬২, ৬৯, ৭১ পেরিয়ে এসেছি সময়ের এক মহাকাল।
চারদিকে গ্রেনেট বুলেট হাহাকার চিৎকার ছড়ায়ে
কখনো যুবতির, কখনো বৃদ্ধের
কখনো শিশুর, কখনেবা নব জোয়ানের,
সারা রাত কান্নায় কান্নায় মুখরিত কান্নার
জলের স্রোত ধারা, আর রক্তের ফুলকির স্রোত ধারা মিসে
সমুদ্রের জল কনাগুলো শিউরে উঠেছিলো।
আজতো সেই রাত
ভয়াল ২৫শে মার্চ।
আমার কলমের কালিগুলো শিউরে উঠে,
কোন ভাষায় প্রকাশ করি সেই বর্বরতার বহিপ্রকাশ।
সেদিন মায়ের কোলের শিশুর রক্তের স্রোত
আর শিশুর রক্তে মায়ের বুক এক হয়ে গেছে।
আগামি দিনের ভোরের প্রতিক্ষায় থাকা নব বধূটি
কিংবা স্বপ্নের নিবির অপেক্ষায় থাকা যুবতির
কোমল দেহটি নিয়ে কুকুর আর শিয়ালের মাতামাতি।
কখনো ওই বিশাল বট-বৃক্ষের নিচে
কখনোবা পরিত্যক্ত কোন বাড়িতে।
কিংবা ওই উদার আকাশের নিচে,
পিতা কিংবা পরিজনের সামনে
আমার মা বোনের সভ্রম নিয়ে, নর পিচাশদের হিংস বর্বরতা।
আজতো হয়নি শেষ পিতার অপেক্ষার পালা
সকালে যে পুত্রের ফেরার কথা,
কোন এক শহর বন্দর কিংবা কোন ভর্সিটির হল হতে।
অপেক্ষায় অপেক্ষায় পিতার বুক আজ গোরস্থান।
তারপরও বৃদ্ধ পিতা আজও বসে জায়নামাজে,
পুত্রের জন্য বিরামহীন রাত্রি জাগে।
রাত অসিম আমানিশার কালো পট
ঘারো অন্ধকারের মতোই ঘারো চিৎকার
আমার বিধবা মায়ের কান্নার রোল, কাঁদে মা।
আমিও বুঝি আজতো কান্নার রাত ঘুমাবার না।
তারপর খোলা জানালার মুক্ত আলোয় বাতাসের সমারোহ
তাকাতেই উদার আকাশের আলো দেখি।
মনে হয় এইতো সেই ভোর আমার স্বাধিনতার।
এরপর ছুটি আমি দুরান্ত কিশোর
কর্মের হাতে আলোর উদ্ভাষন,
দেশ গড়ার স্বপ্নে ধরি লাঙল।
দেখি এখনো ওরা আবার ফসলের মাঠে
মুক্ত রাস্তার পাশে ৭১ এর নরপিচাশ রুপে,
যাদের পৈচাশিকতায় আমার বোনের চিৎকার
আমার মায়ের আকূতি হয়েছিলো আকাশভারী।
ওরা আবারও কি? ……….
তবে কি আবারও লাঙলের মুঠি ছেড়ে
শক্ত হাতে মিছিলে মিছিলে রাইফেল কাদেঁ।
না আর নয় আর নয় দেরী,
সময়ের স্রোতে এসেছে দ্বারে উষার আলো
এই আলোয় নিস্পেষিত হোক সকল যুদ্ধ অপরাধী।
Leave a Reply