মহিউদ্দিনের আপত্তিতে সাংসদ ইদ্রিসের সম্মেলনস্থল ত্যাগ

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের সমেঞ্চলন
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ মহিউদ্দিনের আপত্তির মুখে মঙ্গলবার সদর উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনস্থল ত্যাগ করতে বাধ্য হন স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী। এতে ক্ষুব্ধ হয়ে অধিকাংশ কাউন্সিলর সম্মেলন বর্জন করে সাংসদের সঙ্গে চলে যান। পরে তাঁদের ধাওয়া দেন মহিউদ্দিনের সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী উপস্থিত হওয়ার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল। সম্মেলনের আশপাশে অনেক পুলিশ মোতায়েন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় বিকেল চারটায়। এরপর শুরু হয় কমিটি গঠনের দ্বিতীয় অধিবেশন। ওই অধিবেশনের শুরুতেই জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন কাউন্সিলর ছাড়া সবাইকে চলে যেতে বলেন। মাইকে বলতে থাকেন, দলের গঠনতন্ত্র মোতাবেক সাংসদ ইদ্রিস আলী সম্মেলনস্থলে থাকতে পারেন না।

এই কথা শোনার পরও দীর্ঘ সময় মঞ্চের সামনের আসনে বসে ছিলেন সাংসদ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহিউদ্দিন ফের সাংসদ ইদ্রিস আলীকে সম্মেলন ছেড়ে চলে যেতে বলেন, নইলে অধিবেশন বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এরপর সাংসদ শিল্পকলা একাডেমীর সভা কক্ষ থেকে বের হন। তাঁর সঙ্গে অধিকাংশ কাউন্সিলরও বেরিয়ে চলে আসেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বের হওয়া মাত্র মহিউদ্দিনের পক্ষের লোকজন ‘মহিউদ্দিন, মহিউদ্দিন’ বলে স্লোগান দিতে থাকেন। সাংসদ ও তাঁর সঙ্গীদের পেছন থেকে ‘ধর, ধর’ বলে দৌড়ে ছুটে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘সমেঞ্চলনের দ্বিতীয় অধিবেশনে সাংসদ ইদ্রিস আলীকে বের করে দেওয়ার পর উত্তেজনা দেখা হয়। পরে আমরা সাংসদকে নিরাপত্তা দিয়ে পৌঁছে দিই।’

সাংসদের প্রেস ব্রিফিং: রাত নয়টার দিকে শহরের সিপাহীপাড়ায় প্রেস ব্রিফিং করেন সাংসদ ইদ্রিস আলী ও তাঁর সমর্থক কাউন্সিলররা। সাংসদ বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, দলের যেকোনো কর্মকাণ্ড বা সভায় ওই এলাকার সাংসদ উপস্থিত থাকতে পারবেন। কিন্তু মহিউদ্দিন তাঁর পা-চাটা লোক দিয়ে কমিটি করতে আমাকে সম্মেলন থেকে বের করে দেন।’

সাংসদ ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মনছুর আহমেদ কালাম প্রমুখ।

এসব ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, ‘সম্মেলনে স্থানীয় সাংসদ থাকতে পারবেন কি না, স্পষ্ট জানা নেই। তবে জেলা কমিটির কোনো সদস্য মনে হয় থাকতে পারবেন না।’

প্রথম আলো

Leave a Reply