বালু মহালের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

মেঘনা নদীর বালু মহালের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মুন্সীগঞ্জের চরাঞ্চলের সিকদারকান্দি গ্রামে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও মিনাল-আজহার সিকদার এর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের বাড়িসহ ৩টি বসতঘর ও ২টি দোকান ভাঙচুর করা হয়েছে।

এছাড়া উভয় পক্ষ ফাকাঁ গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

অপরদিকে, সংঘর্ষে আহতরা পুলিশের গ্রেফতার এড়াতে মেঘনা নদী পাড় হয়ে চাদঁপুরের মতলবে চিকিৎসার জন্য গেছেন বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।


স্থানীয়রা বাংলানিউজকে জানায়, বালু মহালের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জের ধরে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও মিনাল-আজহার সিকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে ফাকাঁ গুলিবর্ষণ ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়।

এ সময় মিনাল সিকদারের লোকজন ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৩টি বসতবাড়ি ও ২টি দোকান ঘর ভাঙচুর করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।

এ ঘটনায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বাংলানিউজকে জানান, বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply