১৩৫ বোতল বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকা থেকে ১৩৫ বোতল বিয়ারসহ লিয়াকত হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের খালইষ্ট এলাকায় মাদক ব্যবসায়ী লিয়াকত হোসেনের বাড়ি সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে ১৩৫ বোতল বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply