মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকা থেকে ১৩৫ বোতল বিয়ারসহ লিয়াকত হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের খালইষ্ট এলাকায় মাদক ব্যবসায়ী লিয়াকত হোসেনের বাড়ি সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে ১৩৫ বোতল বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply