মাওয়ায় ফেরি চলাচল বন্ধ: মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা

কাজী দীপু: ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বুধবার দিনগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে।

অন্যদিকে ঘনকুয়াশার তীব্রতায় পথ হারিয়ে মাঝ পদ্মার একাধিক স্থানে ৬টি ফেরি নোঙর করতে বাধ্য হয়েছে। এসব ফেরিতে অর্ধশতাধিক যানবাহনে থাকা কয়েক শ’ যাত্রী আটকা পড়ে মাঝ পদ্মায় রাত যাপন করছেন বলে জানা গেছে।


বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, প্রচণ্ড কুয়াশার কারণে কাছের পথটিও দেখা না যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় ৬টি ফেরি আটকা পড়ায় নোঙর করে রাখা হয়েছে। অপর ফেরিগুলো উভয়ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার দিনগত রাত থেকে ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

এদিকে বুধবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নৌরুটের উভয়পাড়ে পন্যবাহী ট্রাকসহ কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply