স্থানীয় বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া
আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা অওয়ামী লীগের সম্মেলনে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আ: কুদ্দুস ধীরণ বক্তব্য রেখেছেন। শনিবার দুপুরে শ্রীনগর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ধীরন কুদ্দুস তার বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচার দাবী এবং আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছা জানান। এসময় মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ একাধিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ করতালি দিয়ে তাকে সাধুবাদ জানান। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন তার বক্তব্যে সম্মেলনে বিএনপি নেতার উপস্থিতিকে রাজনৈতিক সহঅবস্থান বলে উল্লেখ করেন।
সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে বিএনপির বিষোধগারের একপর্যায়ে আ: কুদ্দুস ধীরণকে বক্তব্য প্রদানের জন্য আহবান জানানো হয়। তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবী করেন ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বক্তব্য রাখেন। তার বক্তব্য নিয়ে স্থানীয় বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী লীগ যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক কেন্দ্রীয় নেতাকে আটক ও দেশব্যাপী হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাবরিয়ে বেরাচ্ছে সেখানে তাদের সম্মেলনে আ: কুদ্দুস ধীরণের বক্তব্য আতœঘাতী।
এব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আ: কুদ্দুস ধীরণ বলেন, দাওয়াত পেয়ে আমি সম্মেলনে অংশ গ্রহন করেছি। আমি অতœঘাতী কোন বক্তব্য দেইনি। ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবী করেছি।
দিনব্যাপী সম্মেলনে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূহ্ উল আলম লেলিন। উদ্ভোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো: মহিউদ্দিন । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভূইয়া ডব্লিউ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দ্রিরা এমপি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তিদাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ এমপি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে পুনঃনির্বাচিত করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply