ব.ম শামীম: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া আশ্রাফিয়া মাদ্রাসার সামনে সড়ক দূর্ঘটনায় এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় ঢাকা মাওয়া মহাসড়ক গতকাল সোমবার বিকেল ৫টা হতে রাত ৭ টা এ রির্পোট লিখা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে স্থাণীয় জনগন। জানাগেছে, সিরাজদিখান উপজেলার তালতলা গ্রামের হারুন মেম্বার এর ছেলে মো. হাসান (১১) তার ফুফাতো ভাইয়ের সঙ্গে শ্রীনগর উপজেলার কুমাড়পাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বিকেল ৫ টায় হাসাড়া আশ্রাফিয়া মাদ্রাসার সামনে সিএনজি হতে নেমে দাড়ালে ঢাকা গামী ডিএম পরিবহনের একটি বাস তাকা চাপা দেয় ।
এতে তার শরীর হতে এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া পা টি ঘটনাস্থলে রাত ৭ টা পর্যন্ত পরে রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মাওয়া মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছে স্থাণীয় জনগন। এতে রাস্তার উভয় পাশে ভয়াবহ জানযট সৃস্টি হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টিকারী জনতাকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply