মুন্সীগঞ্জের আইনজীবীদের জেলার দর্শণীয় স্থাণ ভ্রমন

lawerব.ম শামীম: মুন্সীগঞ্জ জেলার দর্শণীয় বেশ কিছু স্থান ভ্রমন করছে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির ৬০ জন আইনজীবী। মঙ্গলবার সকাল ৯টায় মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি ভবন সামনে হতে বাস ও মাইক্রোবাস যোগে ভ্রমন শুরু করেন তারা। বেলা ১১ টায় শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামের জগদিশ চন্দ বসূর বাড়ির অডিটোরিয়াম ও মিউজিয়াম ঘুরে দেখেন তারা। এর পর বালাশুর হয়ে মাওয়া পদ্মা ঘাটে ¯িপ্রবোর্ড যোগে দিঘলী বালুরচর ভ্রমন করেন আইনজীবীরা।


পরে মাওয়া রির্সোস সেন্টারে বেশ কিছুক্ষন অবসর সময় শেষে সিরাজদিখান উপজেলার ক্রাইন ইউনিয়নের শূলপুর খ্রিষ্টান পল্লি ভ্রমনকরে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির উদ্দেশ্যে ফিরে আসেন তারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ন সাধারন সম্পাদক এড. রোজিনা ইয়াসমিন, এড.কাজী নজরুল ইসলাম অসিম, এড.দেলোয়ার হোসেন, এড. জানে আলম প্রিন্স, এড.রাকিব, এড.জসিম, এড.শরিফ প্রমূখ।
lawer
স্যার জগদিশ চন্দ্র বসূ অডিটোরিয়ামে আইনজীবীরা।

Leave a Reply