ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আনারপুরা এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন- আব্দুল করিম (৩৪) ও বুজরজ মিয়া (৩৫)। তাদের বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি দল মহাসড়কের আনারপুরা এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে তাদের আটক করে।
এ ঘটনায় গজারিয়া থানায় একটি মামলা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply