এইচইভি এইডসের বিরুদ্ধে সচেতনতা ও প্রজনন স্বাস্থ্য সেবা কর্মসূচীতে কেমিস্ট ও গ্রাম্য চিকিৎসকদের সম্পৃক্ত করার লক্ষ্যে সিরাজদিখানে এইচাইভি/এইড্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এইটাম ওয়েলফেয়ার অর্গানাইজেশন এ কর্মশালার আয়োজন করে।
গত শনিবার ২২ ডিসেম্বর থেকে ২৬ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিরাজদিখান সদর থানা রোড রাধারানী মিস্টন্ন ভান্ডরের ২য় তলায় ৫ দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রনবীর ঘোষ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বাধন করেন।
এতে এইচাইভি/এইড্স বিষয়ক ৫ দিনব্যাপী বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা এবং প্রশিক্ষন দেন ডাঃ ফৌজিয়া, মিনারা আক্তার, হেলথ অর্গানাইজার মোঃ শহীদুল ইসলাম।
কর্মশালায় উপজেলার ১৪ ইউনিয়ন ওষধের দোকানদারসহ ও সিরাজদিখান উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ৩৫ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষন শেষে সকলকে সনদ প্রদান করা হয়।
সেলিনা ইসলাম: বাংলাপোষ্ট২৪
Leave a Reply