খাসকান্দি-রমজানবেগ গ্রামে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

তুচ্ছ ঘটনা নিয়ে মুন্সীগঞ্জে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়। এ নিয়ে শহরের খাসকান্দি-রমজানবেগ গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দু’দফায় খাসকান্দি-রমজানবেগ গ্রামে এ ঘটনা ঘটে। খাসকান্দি-রমজানবেগ গ্রামের জালালের স্ত্রী সালমা বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার দেবর বাদল বেপারীর ছেলে রনি শহর থেকে বাড়িতে আসার পথে হরগঙ্গা কলেজ মোড়ে পিন্টু, জনি গং তাকে মারধর করে টাকা-পয়সা লুটে নেয়।


পরে এলাকায় পেয়ে অটো চালক পিন্টুকে আটক করা হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাইদুর রহমান সমর্থিত জাহিদ, সুমন, পিন্টু ও জনিসহ একদল যুবক জালাল বেপারীর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তারা মামুন, রনি, সালমা বেগমকে মারধর করে।

রাতেই সাইদুর রহমান বোরহান নামে এক ব্যক্তিকে সালমাদের বাড়িয়ে পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা জানালে তারা সম্মতি জানায়। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফের ওই গ্রুপ আগেয়ান্ত্র নিয়ে সালমাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় কয়েকটি বাড়ি ও দোকানপাট কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বলেন, এ ঘটনায় তার কোন লোকজন জড়িত নেই। তিনি বিষয়টির মীমাংসা করে দিচ্ছেন বলে জানান।

জাস্ট নিউজ

Leave a Reply