গজারিয়ায় অপহরণের দেড় মাস পর শিশুর লাশ উদ্ধার : ৬জন গ্রেফতার

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বাটেরচর সংলগ্ন লুটের চরের সানাউল্লাহর ছেলে সারোয়ার (১৫) কে ২০লাখ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণ করে দূর্বৃত্তরা। অপহরণ করে মোবাইলে ২০লাখ টাকা মুক্তিপণ চায়, মুক্তিপণের টাকা না পেয়ে শিশু সারোয়ারকে তারা খুন করে। অপহরণ করার দেড় মাস পর শিশু সানোয়ারের লাশ উদ্ধার করে শনিবার সকালে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। র ঘটনায় এলাকায় এখন শোকের মাতম চলছে। শত শত লোক খুন হওয়া শিশু সারোয়ারের বাড়িতে এক নজর দেখা ও পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য হাজির হয়েছেন।


নিহত শিশুর পরিবার জানায়, লুটের চরের শাহ আলমের ছেলে সোহাগ (১৬) নিহত সারোয়ারের বন্ধু। একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ডিটল (৩৫) এই অপহরণের মুলহোতা বলে জানা গেছে। ডিটলের নেতৃত্বে শাহ আলমের ছেলে সোহাগ (১৬), শুভা মিয়ার ছেলে রুবেল (২৫), আবু তাহেরের ছেলে আবু সাঈদ (২৫) গাইবান্ধার মতিন (৩০), হাশেম সারোয়ারকে অপহরণ করে গাইবান্ধায় নিয়ে হত্যা করে। হত্যার পরেও তারা মোবাইলে সারোয়ার পরিচয় দিয়ে মুক্তিপণের টাকা দাবী করে আসছিল। পরে পুলিশের সহায়তায় গাইবান্ধা থেকে খুন হওয়া শিশু সারোয়ারের লাশ উদ্ধার করা হয়। এই অপহরণকারীদের সকলকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

দেড় মাস পর সারোয়ারের লাশ ঢাকা কোতায়ালী থানার এস.আই গোলাম রসুল নিহত সারোয়ারের লাশ দুপুরে লুটের চর নিজ বাড়িতে পরিবারের কাছে হস্তান্তর করেন। এস.আই গোলাম রসুল জানান, ইতিমধ্যে ৩জনকে কোর্টে চালান করা হয়েছে বাকী ৩জন কোতোয়ালী থানা হেফাজতে রয়েছে।


এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সালাম জানান, শুক্রবার লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্ত শেষে আজ কুমিল্লার লুটের চর এলাকায় নিহত শিশু সারোয়ারের লাশ তার নিজ বাড়িতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের মধ্যে ৬জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কিছূ কয়েকজন থানায় আছে কয়েকজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএনবি

Leave a Reply