টঙ্গিবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার এলাকায় শনিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। সকাল ১১টার দিকে স্থানীয় ইউপি সদস্য মো: তোফাজ্জল হোসেন ও একই গ্রামের কাদির মৃধার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তোফাজ্জল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ ও রহিমা খাতুনকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সমকাল

Leave a Reply