১১ ঘন্টা পর মাওয়ায় ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশার কারণে সাড়ে ১১ ঘন্টা বন্ধ থাকার পর রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা কুয়াশার চাদরে ঢেকে পথ দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ঘনকুয়াশার তীব্রতায় পথ হারিয়ে মাঝ পদ্মার একাধিক স্থানে নোঙর করে রাখা ৪টি ফেরি গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বাংলানিউজকে জানান, কুয়াশা কেটে যাওয়ায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে ফেরি চলাচল শুরু হওয়ার পর নৌরুটের উভয়পাড়ে আটকে থাকা পণ্যবাহী ট্রাকসহ কয়েক শতাধিক যানবাহন পারাপার শুরু হয়েছে বলে জানা গেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply