শফি বিক্রমপুরীর অফিস ভবনে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, প্রযোজক পরিচালক প্রদর্শক ও শফি বিক্রমপুরী ভবনের কর্ণধার শফি বিক্রমপুরী ভবনে একদল সন্ত্রাসী হামলা করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এ সময় শফি বিক্রমপুরী অফিসে ছিলেন না। তার ম্যানেজার এস এম মুর্তুজা হোসেন জানান, ৩০শে ডিসেম্বর বেলা ৩টার দিকে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে ভবনের অফিস কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং আমিসহ অফিসের অন্যান্য কর্মচারীকে মারধর করে। যাওয়ার সময় তারা অফিস বন্ধ রাখার জন্য শাসিয়েও যায়।


ম্যানেজার মুর্তুজা হোসেন বলেন, এ বিষয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ১৯৯৮, তারিখ ৩০/১২/২০১২। এ বিষয়ে কাকরাইলস্থ শফি বিক্রমপুরী ভবনের কর্ণধার শফি বিক্রমপুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে এটা আমি বুঝতে পারছি না। তাছাড়া আমার ভবনে অনেক নামীদামি চিত্র তারকার অফিস। অতীতে কখনই এ ধরনের ঘটনা ঘটেনি। তিনি বলেন, ভবনের ভাড়াটিয়াদের মধ্য থেকে যারা দীর্ঘদিন যাবৎ ভাড়া প্রদান করেন না তাদের মধ্য থেকে কেউ একজন ঘটাতে পারে বলে আমার ধারণা। তবে এটি রাজনৈতিক কোন ঘটনা নয় বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রকাশনা সম্পাদক শফি বিক্রমপুরী।

মানবজমিন

Leave a Reply