মুন্সীগঞ্জের সিরাজদিখান ৪০ কেজি গাজা, ২৯টি ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ মাদক সম্রাট জাহাঙ্গীরসহ ৬জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরবয়রাগাদীস্থ চৌদ্দঘড় এলাকা থেকে এসব মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বালুচর ইউনিয়নের চরবয়রাগাদী চৌদ্দঘড় গ্রামের আফসারউদ্দিনের ছেলে মাদক সম্রাট জাহাঙ্গীর (৩২), নূরুল হকের ছেলে শাহীন (২০), মৃত রফিজউদ্দিনের ছেলে মো. জরিপ (২৭), জহির উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (২৮), শ্রীনগর উপজেলার কয়র্কীত্তন গ্রামের সুভাষ চন্দ্র দাসের ছেলে মৃত্যুঞ্জয় (২৯) ও লক্ষীপুর সদর উপজেলার সমশেরবাদ গ্রামের মৃত অর্জুন চন্দ্র দাসের ছেলে ঝন্টু দাস (২৬)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শেখ মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাজা ,২৯টি ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক সম্রাট জাহাঙ্গীরসহ তার বাড়ি থেকে ৬ বিক্রেতাকে আটক করা হয়। মাদক বিক্রেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় শুক্রবার সকালে এসআই হান্নান বাদী হয়ে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা করেছেন।
জাস্ট নিউজ
Leave a Reply