বাউশিয়ায় পোশাক পল্লীর কাজ শিগগিরই

শিগগিরই মুন্সীগঞ্জের বাউশিয়ায় পোশাক শিল্প পল্লী স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, এটি স্থাপিত হলে কাজের পরিবেশ আরও উন্নত হবে। এ সময় তিনি পোশাক রপ্তানির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে পোশাক শিল্প শ্রমিক-কর্মচারীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, দক্ষ কর্মীদের প্রশংসাপত্র প্রদান ও তাজরিন ফ্যাশন্স লিমিটেডে অগ্নি দুর্ঘটনায় আহতদের চেক এবং গ্রুপ বীমার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।


অনুষ্ঠানে পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের সন্তানদের মধ্যে ১০০ মেধাবী শিশুর হাতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ, ৫০ দক্ষ কর্মীর হাতে প্রশংসাপত্র, তাজরিন ফ্যাশন্সের ৩৩ আহত শ্রমিককে চেক ও ১০ জন মৃত শ্রমিকের পরিবারদের হাতে গ্রুপ বীমার চেক প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী। তৈরী পোশাক শিল্পের বাজার বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে দিপু মনি বলেন, ভারতে ৪৬টি পণ্য শুল্কমুক্ত রপ্তানির সুযোগ রয়েছে। এছাড়া, চীনে প্রায় ৯৮% পণ্য শুল্কমুক্ত রপ্তানি হয়। ইউরোপ, নরওয়ে এবং সুইজারল্যান্ডেও অনুরূপ সুবিধা ভোগ করছে। তিনি বলেন, ইউরোপে দ্বিতীয় দফা মন্দা এবং যুক্তরাষ্ট্রের মন্দার কারণে কিছু রপ্তানি ব্যাহত হচ্ছে। এরপরও সেখানে জিএসপি সুবিধায় কিছুটা পরিবর্তন এসেছে। এতে রপ্তানি কিছুটা বাড়বে। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।

মানবজমিন

Leave a Reply