টঙ্গীবাড়ী প্রেস ক্লাবে কান্নায় ভেঙ্গে পরেন স্বপন
ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার বাদী স্বপনকে প্রান নাশের হুমকি প্রদান করছেন মামলার আসামী ও তাদের আত্মীয় স্বজনরা। মামলার তদবির করতে কোর্টে গেলে তাকে মেরে ফেলা হবে বলে একাধিক মাধ্যমে হুমকী প্রদান করে আসছেন তারা।
এ ব্যাপারে স্বপন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একাধিক সাধারণ ডায়েরী করেছেন। তারপরও থেমে নেই আসামীদের হুমকী দামকী। গতকাল টঙ্গীবাড়ী প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এ সমস্ত অভিযোগ করেন স্বপন। এ সময় সে কান্নায় ভেঙ্গে পরেন। সে আরো জানান, এর আগে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ তাকে এলাকায় আপোষ মিমাংশার প্রস্তাব দিলে সে, প্রাণ ভয়ে বিষয়টি আপোষ মিমাংশা করতে রাজী হন। কিন্তু বর্তমানে আসামীরা আপোষ মিমাংসায় না গিয়ে তাকে মামলা তুলে নেওয়ায় জন্য চাপ দিচ্ছেন অন্যথায় তাকেও তার ভাইয়ের মতো খুন করা হবে বলে প্রকাশ্যে হুমকী প্রদান করছেন।
উল্লেখ্য, গত ০৪ই জুন ২০১২ইং তারিখে টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো.রিপন ফকির (৪০) কে ধারালো চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে একই এলাকার কতিপয় দূর্বত্ত। এ ঘটনায় একই দিন স্বপন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একই গ্রামের মিলনকে প্রধান আসামী করে মোট ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। বর্তমানে মামলার ৬ জন আসামী মুন্সীগঞ্জ জেলা হাজতে ও ৪ জন পালাতক রয়েছে। জামিন প্রাপ্ত ৩ আসামী ও আসামীগনের আতœীয় স্বজনরা স্বপনকে মামলা তুলে নেওয়ার জন্য প্রান নাশের হুমকী প্রদাণ করছে।
Leave a Reply