সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের চেহলাম অনুষ্ঠিত

শুক্রবার সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম নয়াগাঁওয়ে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। তাঁর বাড়ি সংলগ্ন মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাবেক রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গন এবং তার পৈত্রিক বাড়িতে গণভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এমপি, তাঁর সহধর্মিণী অধ্যাপিকা আনোয়ারা বেগম, পুত্র ইমতিয়াজ আহম্মেদ বাবু, বিশিষ্ট চলচিত্র অভিনেতা টেলি সামাদ সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর নুরুল আমিন হেলাল, এনডিসি আব্দুল কাদের, তাঁর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারী ও অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টী লন্ডন প্রবাসী সাংবাদিক শামসুল আলম লিটন, অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের অপর ট্রাষ্টী আরিফুল বারি মঞ্জুমদার, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর গাঙ্গুলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকমন্ডলী মন্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, আত্বীয়-স্বজন ও শুভাকাংঙ্ক্ষীসহ সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।


ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন এবং ১৯৫০ সালে হরগঙ্গা কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে বি.এস.সি ও ১৯৫২ সালে এম.এস.সি পাশ করেন। দেশে পড়ালেখা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের উইসকোন্সিন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ এম.এস. ও ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মৃত্তিকা বিজ্ঞানের এই অধ্যাপক ধান গাছের ওপর লবনাক্তের প্রভাব এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উচ্চফলনশীল ধান নিয়ে গবেষণা করেন। উদ্ভিদের পুষ্টি উপাদান মাটিতে জমা করে রাখা এবং তা প্রয়োজনমত উদ্ভিদকে সরবরাহ করার ওপর সফল গবেষণা চালিয়েছেন। তাঁর বহু গবেষণামূলক প্রকাশনা রয়েছে।

মুন্সীগঞ্জের এই কৃতি সন্তান গত ১০ ডিসেম্বর সকালে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply