অগ্রণী ব্যাংকের আর্থিক সহায়তায় সারাদেশব্যাপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কর্মসূচীর আওতায় অগ্রণী ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের উদ্যোগে শতাধিক দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে এই কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ অঞ্চলের প্রধান সহকারী মহাব্যবস্থাপক মোঃ আমিনুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক রবীন্দ্র চন্দ্র রায়, অগ্রণী ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জগবন্ধু হালদার, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমানসহ আরও অনেকে। এ কর্মসূচীর আওতায় পর্যায়ক্রমে অগ্রণী ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের ১৪টি শাখার ব্যবস্থাপকদের মাধ্যমে দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জনকন্ঠ
Leave a Reply