বজ্রযোগনী ইউনিয়নে ‘ধর্ষক’ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরের একটি গুচ্ছগ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মায়ের অভিযোগে সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়নের ওই গুচ্ছগ্রামেরই বাসিন্দা রাসেল গাজীকে (২০) রোববার দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে ধর্ষিত শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


হাতিমারা ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাসেল এখন সদর থানা হেফাজতে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম
——————–

মুন্সীগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গুচ্ছগ্রামে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। রোববার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ছাত্রীকে। শনিবার রাতে টেলিভিশন দেখার কথা বলে প্রথম শ্রেণীর ওই ছাত্রীকে নিরিবিলি স্থানে নিয়ে প্রতিবেশী যুবক রাসেল গাজী তাকে ধর্ষণ করে বলে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে। ওই শিশুটি বজ্রযোগিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী। অভিযোগে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা গার্মেন্ট কর্মী কাজে চলে যান। বাবাও ছিলেন বাড়ির বাইরে।


এ সুযোগে শনিবার রাত ৮টার দিকে প্রতিবেশীদের চোখের সামনে ওই বখাটে পাশের বাড়িতে টেলিভিশন দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুকে কোলে করে অন্যত্র যায়। এরপর নিরিবিলি স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে।

এরপর কান্নারত অবস্থায় তার নিজ বাড়িতে রেখে যায় রাসেল। মা কাজ শেষে বাড়িতে এসে মেয়েকে অনবরত কান্না করতে দেখে ঘটনা জানতে পারেন। রোববার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম্য মাদবরদের কাছে বিচার দাবি করেন শিশুর মা। সকালে ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করার পর সদর থানায় লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় বজ্রযোগিনীর গুচ্ছগ্রাম থেকে রাসেল গাজীকে পুলিশ গ্রেফতার করে। এসআই আমিনুল ইসলাম জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে স্কুলছাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

সমকাল

Leave a Reply