আজ শাহ্‌ মোয়াজ্জেম হোসেনের জন্মদিন

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্‌ মোয়াজ্জেম হোসেনের ৭৬তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার। ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন একজন স্কুলশিক্ষক। অত্যন্ত মেধাবী ছাত্র শাহ্‌ মোয়াজ্জেম হোসেন ১৯৫৪ সালে ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস করেন। ঢাকা কলেজ থেকে ১৯৫৬ সালে আইএ, জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকে এমএ এবং এলএলবি পাস করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শাহ্‌ মোয়াজ্জেম হোসেন সহধর্মিণী কবি সালেহা হোসেনের মৃত্যুর পর থেকে নিজেকে অনেকটা নিঃসঙ্গ ভাবেন। অন্য বছরের মতো এবারও তার জন্ম দিনে নেই কোনো আনুষ্ঠানিকতা। সকালে স্ত্রীর কবর জিয়ারত করে মেয়ে ও মেয়ের জামাতা আর সহকর্মী ও বন্ধুদের নিয়ে সময় কাটাবেন। শুধু বাদমাগরিব নিজ বাসভবনে সহকর্মীদের দেশ ও দেশের মানুষের মঙ্গলার্থে দোয়া করবেন। ব্যক্তিজীবনে তিনি একজন লেখকও বটে। রাজনৈতিক প্রবন্ধ ও উপন্যাসসহ তার প্রায় ডজনখানেকেরও বেশি বই প্রকাশিত হয়েছে।

জাস্ট নিউজ

Leave a Reply